image Click

শুক্রবার, ২২ জুন, ২০১২

ফেইসবুকে ক্রেডিট কার্ড


ব্যবহারকারীরা ফেইসবুকে গেইম বা অন্য কিছু কিনতে ফেইসবুক ক্রেডিট নামের ভার্চুয়াল মুদ্রা ব্যবহার করে থাকেন। গত বছর সাইটটির মোট আয়ের ১৫ শতাংশ অর্থ সংগৃহীত হয়েছিল এসব মুদ্রা ভাঙিয়ে। বিশ্বব্যাপী ভার্চুয়াল মুদ্রা ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে বলে ফেইসবুক বিনিময় ব্যবস্থায় পরিবর্তন আনছে। এখন ক্রেডিট কার্ড ব্যবহার করে স্থানীয় মুদ্রায় ব্যবহারকারীরা ফেইসবুক থেকে বিভিন্ন পণ্য কিনতে পারবেন। ফেইসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় মুদ্রায় বিভিন্ন অ্যাপস ও গেইম সহজলভ্য করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ক্রেতারা অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন। মূলত বিভিন্ন দেশে ফেইসবুক ক্রেডিট সহজলভ্য না হওয়ার কারণেই নতুন অর্থ পরিশোধ ব্যবস্থা চালু করেছে সাইটটি।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

IP