'উইন্ডোজ ফোন ৮' নামে স্মার্টফোনের নতুন অপারেটিং সিস্টেম বাজারে আনার ঘোষণা দিল মাইক্রোসফট। উইন্ডোজচালিত স্মার্টফোনগুলো গুগলের অ্যানড্রয়েড ও অ্যাপলের অপারেটিং সিস্টেম থেকে পিছিয়ে পড়ার কারণেই এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
বুধবার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত উইন্ডোজ ফোন সামিটে এ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির উইন্ডোজ ফোন বিভাগের প্রধান জো বেলিফোর।
তিনি বলেন, নতুন এ অপারেটিং সিস্টেম মাল্টিকোর প্রসেসরেও ব্যবহার করা সম্ভব। ফলে ব্যবহারকারীরা ভবিষ্যতে ডুয়াল কোরসহ কোয়াড কোর ও ৬৪ কোরের প্রসেসরচালিত স্মার্টফোন ব্যবহার করতে পারবেন।
অপারেটিং সিস্টেমটি নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তি সমর্থন করায় সহজেই স্মার্টফোনগুলোকে ডিজিটাল ওয়ালেট হিসেবেও ব্যবহারের সুযোগ থাকছে।
একই সঙ্গে সফটওয়্যার নির্মাতারাও কম্পিউটার-ল্যাপটপের পাশাপাশি সহজেই মোবাইল প্লাটফর্মের জন্য সফটওয়্যার তৈরি করতে পারবেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন