image Click

নেটওর্য়াকিং

(১)সকল পিসির প্রিন্ট বের করুন একটা প্রিন্টার দিয়েই(১)

 প্রথমে আপনার দেখুন আপনার পিসিতে নেটওয়ার্কিং ঠিক আছে কিনা ।

এবার আপনার হোস্ট পিসির প্রিন্টার শেয়ার করুন। প্রিন্টার শেয়ার করতে আপনার Computer এর Control
Panel এ গিয়ে Printer and Faxes select করুন এখানে আপনার ইন্সটল করা প্রিন্টারের আইকন দেখতে পাবেন। এটার উপর রাইট বাটনে ক্লিক করুন এবং Properties click করুন এবং Sharing এ click করুন। স্কিন
শট দেখুনঃ
1.

এবার Ok করুন, আপনার হোস্ট পিসির কাজ শেষ মানে Printer Share করা শেষ।
এবার আপনার হোস্ট বা নেটওয়ার্কের অন্য পিসিতে যান এবং পূর্বের ন্যায় Control Panel  & Printer and
Faxes এ Click করুন, এবার বামে লক্ষ্য করুন লেখা আছে Add a printer এটাতে click করুন। আর বাদ বাকিটার জন্য আছে Screen Shoot দেখুনঃ
2.

Next এ Click করুন
3.



লাল দাগ দেওয়া Cheek Box এ Click করুন এবং Next এ  Click করুন
4.



লাল টিক দেওয়া box এ  লিখুন \\192.168.0.1\Samsung এখানে 192.168.0.1 এর জায়গায় আপনার
পিসির IP লেখুন আর Printer এর জায়গায় আপনার Printer এর নাম ও মডেল লিখুন তারপর Next এ ক্লিক
করুন আর Finish এ Click করুন। ব্যাস হয়ে গেলো এবার অন্য পিসি থেকে প্রিন্ট করুন।
ভিন্ন পদ্ধতি
উপরের ২ নং Screen Shoot পর্যন্ত ঠিক আছে।তারপর লালদাগ দেওয়া Cheek Box এ Click করুন তারপর Next এ Click করুন , Screen Shoot দেখুনঃ
5.
এবার আপনার নেটওয়ার্কের প্রিন্টার খুজে বের করার জন্য কিছু সময় নিবে অপেক্ষা করুন। Printer Search করা শেষ হলে আপনি আপনার নেটওয়ার্কের যে Printer ব্যবহার করতে চান সেটা Select করুন আর Next এ Click করুন, Screen Shoot দেখুনঃ
6.
এবার list  দেখাবে সেখান থেকে আপনার Printer টি Select করুন প্রয়োজনে screen shoot দেখুন।
7.

এবার  দেখাবে আপনি Printer টি Default Printer হিসাবে ব্যবহার করবেন কিনা Yes or No তে Click করুন এবং Finish এ   Click করুন। ব্যাস আপনার কাজ শেষ। এবার আপনি আপনার নেটওয়ার্কের পিসি হতে প্রিন্ট করুন।

একাধিক কম্পিউটারে ইন্টারনেট শেয়ার করা

আমরা যারা মোবাইল বা মডেম দ্বারা ইন্টারনেট ব্যবহার করি তারা চাইলে অনান্য লোকাল কম্পিউটারে ইন্টারনেট শেয়ার করে ব্যবহার করতে পারি। ধরি আপনার কম্পিউটারটি আরো দুটি কম্পিউটারের সাথে ল্যানের সাহায্যে সংযোগ স্থাপন করা আছে। আপনি আপনার কম্পিউটারে এডজ মডেম দ্বারা ইন্টারনেটের সংযোগ নিয়েছেন। এখন আপনি চাইলে অনান্য কম্পিউটারগুলোতেও ইন্টারনেটের সংযোগ দিতে পারেন শেয়ার করে। এতে অবশ্য গতি কিছুটা কমে যাবে।এজন্য আপনি আপনার লোকাল এরিয়া নেটওয়ার্কের আইপি এড্রেস দেখে নিন। ধরি আপনার লোকাল এরিয়া নেটওয়ার্কের আইপি এড্রেস হচ্ছে ১৯২.১৬৮.১.১২।


প্রথমে আপনি আপনার কম্পিউটারে এডজ মডেম দ্বারা ইন্টারনেটের সংযোগ স্থাপন করুন। এরপরে সিস্টেম ট্রেতে থাকা উক্ত সংযোগের আইকনের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Status এ ক্লিক করুন। অথবা Control Panel থেকে Network Connections এ গিয়ে উক্ত সংযোগের আইকনের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Status এ ক্লিক করুন একটি স্টেটাস উইন্ডো আসবে। এবার General ট্যাবে থেকে Properties বাটনে ক্লিক করুন তাহলে প্রোপার্টিস উইন্ডো আসবে। এবার Advance ট্যাবে ক্লিক করে Internet Connection Sharing অংশে Allow other network users to connect through this computer’s internet connection চেক (যদি আপনার একাধিক লোকাল এরিয়ার সংযোগ থাকে তাহলে একটি ম্যাসেজ আসবে যে আপনি কোন লোকাল এরিয়াতে ইন্টারনেট শেয়ার দিবেন, আপনি আপনার পছন্দেরটি নির্বাচন করবেন।) করে Ok করুন। তাহলে Network Connections এর পরপর তিনটি ম্যাসেজ আসবে যেগুলোতে ধারাবাহিক ভাবে Ok Yes Ok করুন। এখন দেখুন আপনার কম্পিউটারের লোকাল আইপি পরিবর্তন হয়ে ১৯২.১৬৮.০.১ হয়েছে।


এখন আপনি লোকাল এরিয়ার Status এ গিয়ে Properties বাটনে ক্লিক করে General ট্যাবে থেকে This connection uses the following items অংশের Internet Protocol (TCP/IP) নির্বাচন করে Properties বাটনে ক্লিক করুন। এবার আইপি ১৯২.১৬৮.০.১ পরিবর্তন করে পূর্বের আইপি ১৯২.১৬৮.১.১২ দিন এবং Ok করুন।
এবার যে কম্পিউটারে আপনি ইন্টারনেট সংযোগ পেতে চান সেই কম্পিউটারের লোকাল এরিয়ার Status এ গিয়ে Properties বাটনে ক্লিক করে General ট্যাবে থেকে This connection uses the following items অংশের Internet Protocol (TCP/IP) নির্বাচন করে Properties বাটনে ক্লিক করুন। এবার Default gateway এর আইপি এড্রেস হিসাবে ১৯২.১৬৮.১.১২ লিখুন। এরপরে Use the flowing DNS server addresses অপশন বাটন চেক করে Preferred DNS server এর আইপি এড্রেস হিসাবেও ১৯২.১৬৮.১.১২ লিখে Ok করুন।


যেভাবে Pc টু Pc LAN করে ফাইল শেয়ারিং চালু করবেন

 

আপনার যা প্রয়োজন হবে-
  • Ethernet Cable/ LAN Cable ১ টি
  • Windows 7 দুই কম্পিউটারেই
Ethernet Cable এর দাম খুব কম, কম্পিউটারের দোকানে গিয়ে বললেই আপনার ইচ্ছামত সাইজ এর Ethernet Cable বানিয়ে দেবে, তাদের বলে দিবেন যে pc to pc লেন করার জন্য ব্যেবহার করবেন।
এখন আপনাকে লেন সেটিংস কনফিগার করতে হবে । কেবল আগে বা পরে যে কন সময় লাগাতে পারেন
LAN সেটিংস কফিগারেশন
  • স্টার্ট মেনু তে জান
  • সার্চ প্রোগ্রামস এ লিখুন view network connections,
  • সার্চ প্রোগ্রামস এ লিখুন view network connections এ ক্লিক করুন
  • আপনার কম্পিউটারের মডেম গুল শো করবে  
  • আপনি যে মডেম দিয়ে লেন করছেন তার উপর Right Click  করুন -> Properties  এ জান
  • Internet Protocol Version 4 (TCP/IPv4 ) সিলেক্ট করুন ->  Properties   এ ক্লিক করুন 
  • Use the following IP address সিলেক্ট করুন
  • IP address: 192.168.0.1
  • Subnet mask: 255.255.255.0 Default gateway: 192.168.0.2 (এটা ২য় কম্পিউটারের IP Address)
  • OK করে বের হয়ে আসুন এবার ২য় কম্পিউটার কনফিগার করতে হবে
  • আগের ধাপ গুল অনুসরলন করে, ip,subnet,getway নিচের মত লিখুন
  • IP address: 192.168.0.2 Subnet mask: 255.255.255.0
  • Default gateway: 192.168.0.1 (এটা ১ম কম্পিউটারের IP Address)
ওকে করে বের হয়ে আসুন Ethernet Cable/ LAN Cable দিয়ে দুই কম্পিউটার কানেক্ট করুন দেখবেন নেটওয়ার্কের জায়গায় অন্য কম্পিউটার শো করছে এই সেটিংস গুলো অনেকেই কতে পারেন তবে আপনারা ফাইল সেয়ারিং এ গিহে আটকে জান, অন্য কম্পিউটারের ফাইল Access করতে পারেন না, এখন দেখাব কিভাবে ফাইল শেয়ারিং চালু করতে হয়। ফাইল শেয়ারিং চালু করা ধরুন আপনি আপনার ১ নং কম্পিউটারের Local disk (D )২য় কম্পিউটারের সাথে শেয়ার করবেন,
  • My computer থেকে Local disk (D) (অথবা যে কন ড্রাইভ বা ফোল্ডার) এ রাইট ক্লিক করুন, -> Properties এ ক্লিক করুন
  • Security Tabe এ click করুন -> Edit এ Click করুন

  •   Add  এ ক্লিক করুন
  •  Enter  the object names  এ টাইপ করুন Everyone  , ok করে বের হয়ে আসুন
  • Properties থেকে Sharing Tab এ জান,
  • Advance sharing এ ক্লিক করুন,
  • Share this folder সিলেক্ট করুন, OK করে, close চেপে বের হয়ে আসূন,
এখন অপর কম্পিউটার থেকে my computer-> Netwark এ গিয়ে ১ম কম্পিউটারে প্রবেশ করলে আপনে Local disk (D) দেখতে পারবেন,

এভাবে আপনি আপনার  ১ নং অথবা ২নং কম্পীউটারের যে কোন ফাইল অপর কম্পীউটারের সাথে সেয়ার করতে পারবেন ।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

IP