image Click

শুক্রবার, ২২ জুন, ২০১২

ফটোশপে 3D লেয়ার স্টাইল

 লাল রং ব্যবহার করা হবে বলে হলুদ রং দিয়ে ভরাট করুন। চিকন ফন্ট এর ক্ষেত্র Drop Shadow এর সাইজ কমাতে হয়.সবার আগে রং ।
 ইদানীং রংটা ভালো লাগছে। Opacity 55% দিলাম কারণ রং এর পার্থক্য করতে Gradient ব্যাবহার করা হবে।রং এর পার্থক্য করার জন্য Gradient ব্যাবহার করি। রংটা শুধু মাত্র Gradient ব্যাবহার করেও করা যেত তবে আপনার স্টাইল যে কিনবে সে যাতে খুব তাড়াতাড়ি রং এর বদল করতে পারে সেই সুবিধা দেবার জন্য Gradient এবং Color Overlay দুটোই ব্যাবহার করছি।এইবার একটা 3D করার জন্য Drop Shadow ব্যাবহার করি। এই খানে লাল রং এর চেয়ে গাড় রং ব্যাবহার করা উচিৎ তাহলে ভালো দেখায় আর মূল টেক্সটা কালো জাতীয় রং হলে হালকা রং ব্যাবহার করতে হবে। ফটোশপ অনুশীলন এর মাধ্যমে এইটা বুঝতে পারবেন।নিচের দিকে একটু গ্লেস ব্যাবহার করার জন্য Inner Shadow ও ব্যাবহার করলাম।স্টাইলটা প্রকটিস করে হয়তো বুঝতে পারছেন খুবই সহজে রং বদল করা যায় দেখুন। আপনি আপনার ইচ্ছা মত আরও রং ব্যাবহার করতে পারেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

IP