- একটি নতুন Hue/Saturation Layer ওপেন করুন।
- saturation “-100”, Hue “-6″এবং lightness “+51” সেট করুন। সম্পূর্ণ ছবিটি এখন ধূসর।
- এবার Soft Edge Brush Tool ব্যাবহার করে কালো রং দিয়ে চুলে রং করুন।
- এখন Image>Adjustments>Invert [Ctrl+I]ক্লিক করুন।
- দেখা যাচ্ছে চুলের রং ধুষর এবং ছবির বাকি অংশ আগের মতই আছে।
- এই আইকনটিতে ডাবল ক্লিক করুন। Hue/Saturation নামে একটি উইন্ডো আসবে।
- এখন Hue”-39″ saturation”72″ এবং lightness”7″ সেট করুন। অথবা আপনি নিজের পছন্দ মতও রং সেট করতে পারেন।
- নতুন রং এর বাড়তি অংশ ছেঁটে ফেলতে চাইলে আমরা soft edge brush ব্যাবহার করতে পারি।
- সবশেষে Filter>Blur>Gaussian Blur এ ক্লিক করে 2.5 pixel সেট করুন।.
শুক্রবার, ২২ জুন, ২০১২
Photoshop দিয়ে চুলের রং পরিবর্তন করুন
৬/২২/২০১২
No comments
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন