image Click

শুক্রবার, ৬ জুলাই, ২০১২

অপারেটিং সিস্টেম আনছে ফায়ারফক্স

ব্রাউজার দিয়ে বাজার জয়ের পর এবার অপারেটিং সিস্টেম তৈরিতে হাত দিল ফায়ারফক্স। তবে ডেস্কটপ বা ল্যাপটপের জন্য নয়, 'ফায়ারফক্স ওএস' নামের এ অপারেটিং সিস্টেম শুধু স্মার্টফোনে ব্যবহার করা যাবে। আগামী বছরের শুরুতে মুক্ত সফটওয়্যার হিসেবে এটি বাজারে আসবে। সোমবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয় ফায়ারফক্স।
স্মার্টফোনের অপারেটিং সিস্টেম বাজারের বড় একটা অংশ অ্যাপলের আইওএস ও গুগলের অ্যানড্রয়েডের দখলে। প্রতিযোগিতার দৌড়ে এদের পেছনে আছে নকিয়ার সিমবিয়ান, রিমের ব্ল্যাকবেরি ওএস ও স্যামসাংয়ের বাডা। এরপর এখানে 'ব্যবসা' খুঁজে পেয়েছেন মোজিলার প্রধান নির্বাহী গেরি কোভাক্স। এত প্রতিযোগীর ভিড়েও ফায়ারফক্স ওএস জনপ্রিয়তা পাবে বলে আশাবাদী তিনি। কোভাক্স জানান, 'অ্যানড্রয়েডের বিকল্প হিসেবে মুক্ত অপারেটিং সিস্টেম 'ফায়ারফক্স ওএস নিঃসন্দেহে শক্ত অবস্থান তৈরি করতে পারবে।'
ফায়ারফক্স অপারেটিং সিস্টেম তৈরিতে সহযোগী হিসেবে থাকছে ডাচ টেলিকম, স্প্রিন্ট, স্মার্ট, টেলিকম ইতালিয়া, টেলিনর ও ইতিসালাতের মতো নামকরা মোবাইল অপারেটর। তবে সবার আগে গ্রাহকদের হাতে এ অপারেটিং সিস্টেমের স্মার্টফোন তুলে দেবে জেডটিই ও টিসিএল।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

IP