- Windows OS আর Android আসার পর মোবাইল ফোন প্রস্তুতকারি ব্রান্ড Nokia তার নাম প্রায় হারাতে বসেছিলো কিছুদিন আগে। কিন্তু Nokia তার আগের জায়গায় ফিরে জেতে অনেক গুলো পদক্ষেপ নিয়েছে গত ৩ মাস এ। নতুন অপারেটিং সিস্টেম Symbian Belle এবং Symbian Anna তৈরির পর এবার বাজারে নিয়ে এসেছে 3G Booklet. মাত্র ১০.১ ইঞ্চি এর এই বুকলেট এ রয়েছে দারুন সব ফিচার। আর এর অপারেটিং সিস্টেম রয়েছে Windows 7 starter.
- Battery :
- • 56.8 Wh ( 12 Hours Backup )
- Wireless :
- • WiFi: 802.11 b/g/n
- • Bluetooth 2.1 + EDR
- • Built-in 3G modem (data calls only): WCDMA 900/2100 or 800-850/900/2100
- I/O ports and slots :
- • HDMI 1.2 out for HD video
- • 3 x USB 2.0
- • 3.5 mm headphone out (OMTP: with OMTP headsets also functions as audio in)
- • DC-in
- • SD card reader
- • SIM / USIM slot
দীর্ঘস্থায়ী
ব্যাটারি ব্যাকআপ, সহজ কানেক্টিভিটি এর জন্য এর জনপ্রিয়তা একটু বেশি ই
হচ্ছে আর এতে আছে ৩ টি USB 2.0 পোর্ট। এবং HD আউটপুট এর জন্য VGA পোর্ট ।
তাছাড়া এতে আরেকটি বড় সুবিধা আছে। তা হলো SIM/USIM পোর্ট। যা অন্য কোন নেটবুক এ নেই
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন