image Click

বুধবার, ২৩ মে, ২০১২

Nokia প্রথম বারের মত নিয়ে এলো 3G Booklet




  1.  Windows OS  আর Android আসার পর মোবাইল ফোন প্রস্তুতকারি ব্রান্ড Nokia তার নাম প্রায় হারাতে বসেছিলো কিছুদিন আগে। কিন্তু Nokia তার আগের জায়গায় ফিরে জেতে অনেক গুলো পদক্ষেপ নিয়েছে গত ৩ মাস এ। নতুন অপারেটিং সিস্টেম Symbian Belle এবং Symbian Anna তৈরির পর এবার বাজারে নিয়ে এসেছে 3G Booklet. মাত্র ১০.১ ইঞ্চি এর এই বুকলেট এ রয়েছে দারুন সব ফিচার। আর এর অপারেটিং সিস্টেম রয়েছে Windows 7 starter.
  2. Battery :
  3. • 56.8 Wh ( 12 Hours Backup )
  4. Wireless :
  5. • WiFi: 802.11 b/g/n
  6. • Bluetooth 2.1 + EDR
  7. • Built-in 3G modem (data calls only): WCDMA 900/2100 or 800-850/900/2100
  8. I/O ports and slots :
  9. • HDMI 1.2 out for HD video
  10. • 3 x USB 2.0
  11. • 3.5 mm headphone out (OMTP: with OMTP headsets also functions as audio in)
  12. • DC-in
  13. • SD card reader
  14. • SIM / USIM slot
দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ, সহজ কানেক্টিভিটি এর জন্য এর জনপ্রিয়তা একটু বেশি ই হচ্ছে আর এতে আছে ৩ টি USB 2.0 পোর্ট। এবং HD আউটপুট এর জন্য VGA পোর্ট ।
তাছাড়া এতে আরেকটি বড় সুবিধা আছে। তা হলো SIM/USIM পোর্ট। যা অন্য কোন নেটবুক এ নেই 

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

IP