image Click

মঙ্গলবার, ৫ জুন, ২০১২

Symphony এর যেকোন মোবাইল কম্পিউটারে মডেম হিসেবে ব্যবহার করুন


দেখাবো কিভাবে যে কোনো Symphony  মোবাইল দিয়ে আপনার কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করবেন। প্রথমে Symphony পিসি সুইটি ডাউনলোড করে নিন
এরপর উইন্ডোজ এক্সপি হলে শুধুমাত্র স্বাভাবিক ইন্সটল করলেই হবে, আর উইন্ডোজ সেভেন হলে সফটওয়্যারটি run as administrator দিয়ে ইন্সটল করুন। এরপর আপনার মোবাইলটি ক্যাবল এর মাধ্যমে কানেক্ট করে COM Port দিয়ে ওকে করুন। এরপর run as administrator দিয়ে সফটটি রান করুন, Next চাপুন, একটি ডায়লগ বক্স আসবে install anyway চাপুন, ফিনিশ চাপুন, এবার যে অপারেটর এর সিম ব্যবহার করেন তা সিলেক্ট করে কানেক্ট দিন OK.

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

IP