image Click

শনিবার, ৯ জুন, ২০১২

পরিবর্তন করুন Recycle bin এর নাম


তবে যারা এটি সম্পর্কে জানেননা তাদের কাজে আসবে বলে আশা করছি,

এ জন্য আপনাকে যা করতে হবে তা হলো Start থেকে  run এ গিয়ে regedit.exe লিখে OK করতে হবে । Start  > Run  > Regedit  > OK এর পর রেজিস্ট্রিতে HKEY_CLASSES _ROOT এ ডাবল ক্লিক করলে নিম্নের মেনু থেকে clsid এর উপর আবার ডাবল ক্লিক করতে হবে।
এবার নিচে থেকে প্রাপ্ত key {645FF040-5081-101B-9F08-00AA002F954E} এর উপর ক্লিক করতে হবে। এবার ডান দিকের প্রাপ্ত প্যানেল থেকে LocalizedString এর উপর ডাবল ক্লিক করুন অথবা LocalizedString এর উপর ডান ক্লিক করে Modify এ ক্লিক করুন।
এবার প্রাপ্ত বক্সে ডিফল্ট ভ্যালু হিসেবে “@%SystemRoot%\system32\SHELL32.dll,-8964” দেখতে পাবেন।
এবার ডিফল্ট ভ্যালুটি Remove or Delete করে দিন এবং আপনার পছন্দ মত নাম যেমন-Alok Sorma দিয়ে OK করে বেরিয়ে আসুন।

এবার দুই এক বার Refresh করুন, দেখবেন আপনার Recycle bin এর নাম পরিবর্তন হয়ে গেছে.ok

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

IP