image Click

শুক্রবার, ২৯ জুন, ২০১২

My Network Place থেকে পিসিকে লুকিয়ে রাখুন


  • প্রথমে Start>Run এ গিয়ে cmd লিখে Entaer চাপুন
  • কমান্ড প্রম্পট চালু হলে net config server /hidden:yes লিখে Enter দিন
  • এবার পিসি রিস্টার্ট করে দেখুন My Network Place এ আপনার পিসিটা দেখা যাচ্ছে না
  • আবার দেখতে চাইলে net config server /hidden:no লিখে Enter দিন
  • এখন রিস্টার্ট করে দেখুন আপনার পিসি দেখা যাচ্ছে
এভাবে নেটওয়ার্ক থেকে আপনার পিসিকে লুকিয়ে রাখতে পারেন। তবে Run বা Address Bar এ আপনার পিসির নাম অথবা আইপি এড্রেস দিলে ওপেন হবে। এক্ষেত্রে সমাধান হল Administrative Share বন্ধ রাখা আর Guest একাউন্টটি অবশ্যই বন্ধ করা।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

IP