বাই ডিফল্ট Search -এর সহযোগ হিডেন বা সিস্টেম ফাইল সার্চ করা যায় না। কারণ, এই ফাইলগুলো খুঁজে পাওয়া যায় না, যদিও সেগুলো ড্রাইভে থাকে। উইন্ডোজ এক্সপিতে হিডেন বা সিস্টেম ফাইল খুঁজে পেতে চাইলে নিচে বর্ণিত ধাপগুলো সম্পন্ন করুন :
- Start->Search->All files and folders-এ ক্লিক করুন।
- এরপর More advanced অপশনে ক্লিক করুন।
- Search system folders এবং Search hidden files and folders চেকবক্সে ক্লিক করুন হিডেন ফাইল বা ফোল্ডার সিলেক্ট করার জন্য।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন