image Click

বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১২

কে পারবেন CON লিখতে এ ট্রিপস টা যে দেখবেন সে পারবেন


 CON
এজন্য প্রথমে আপনি যে ফোল্ডারের নাম con রাখতে চান সেটির রিনেম এ যেয়ে Alt বাটন চেপে রেখে নাম্বার প্যাড থেকে ২৫৫ টাইপ করুন, এরপর Alt ছেড়ে দিয়ে আবার পূনরায় Alt  বাটন প্রেস করুন এবং এবার ৩৫৫ প্রেস করুন। আবার একই ভাবে Alt +367, সর্বশেষে Alt+366 ব্যাস হয়ে গেল con ফোল্ডার।
তো আজকের মত এখানেই শেষ করছি। ভাল লাগলে কমেন্টস করবেন আসা করছি। ও আরো একটা কথা আপনি চাইলেই  - COM1 ,LPT3 ,PRN ,NUL ,AUX  etc* নামগুলোর ফোল্ডার মেকিং করতে পারবেন না।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

IP