1.যে প্রোগ্রাম টা হ্যাং করছে তা স্বাভাবিক নিয়মে বন্ধ করুন। বন্ধ হয়ে গেলে তো ভালো। তা নাহলে পরের ধাপ দেখুন।
2.কম্পিউটার বন্ধ করতে গেলে যদি নিচের মত কোন Massage আসে তাহলে End Now তে ক্লিক করে প্রোগ্রামটি বন্ধ করুন।
3.যদি কাজ না হয় বা আগের থেকেও খারাপ অবস্থা হয় তাহলে এবার পরের ধাপ অনুসরন করুন।Task Bar এর উপর ক্লিক করে Task Manager আনুন অথবা Ctrl+Alt+Delete কী একসাথে চেপে ধরুন
তাহলে Task Manager আসবে।
4.এবার এখান থেকে Applications এ ক্লিক করুন। এখান থেকে যে প্রোগ্রাম টি বন্ধ হচ্ছে না তা সিলেক্ট করে End Task এ ক্লিক করুন। তাহলে প্রোগামটি বন্ধ হবে তা নাহলে নিচের ধাপ অনুসরন করুন।
5.এবার Task Manager থেকে Processes এ ক্লিক করুন। এখানে দেখবেন আপনার কম্পিউটা এখন কি কি প্রোগ্রাম রান করছে। এখান থেকে যে প্রোগ্রাম টি বন্ধ করে চান তা সিলেক্ট করে 6.End Process এ ক্লিক করুন। এবার হবেই হবে। এবার না হলে কিন্তু আর কিছুই করার নেই। তারপর ও আরেক টা ধাপ দেখি।
7.Start Menu> Log off User(এখানে User হিসেবে আপনার নাম থাকতে পারে)> এবং তার পর Log off করুন। এখন আবার Log On করুন
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন