image Click

বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১২

কম্পিউটারের গতি বাড়ানোর ছোট্ট একটি কৌশল


১। প্রথমে Notepad Open করে >>>>>>>>>এতে,Mystring=(80000000) লিখে ফাইলটি Ram.vbe নামে Desktop-এ Save করুন।
০২। এবার Start-এর Run এ গিয়ে Regedit লিখে Enter চাপুন। এবার HKEY_CURRENT_USER এর Control Panel এ Doubel Click করে এর Desktop-এ Single click করুন।
০৩। এবার ডান পাশে Desktop-এর Registry গুলো দেখতে পাবেন। সেখান থেকে MenuShowDelay খুজে বের করুন।এবং Double Click করেন।
০৪। এবার এর ‍string Editor আসবে।সাধারনত এর Value দেয়া থাকে 400। একে শূন করে দিন। এবার computer Restart করে Ram.vbe এ double click করুন। এটি আপনে start Up এ রেখে দিলে computer চালুর সাথে এটি চালু হবে। আর desktop এর এটি Hide করে রেখে দিন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

IP