image Click

বুধবার, ২৭ জুন, ২০১২

ই-মেইল ঠিকানা বদলে দিচ্ছে ফেইসবুক


  তাদের মুখপাত্র জিলিয়ান স্টেফাংকি এ কথা স্বীকারও করেছেন। তবে যুক্তি দিয়েছেন এই বলে যে, এতে ব্যবহারকারীদের সুবিধাই হবে। সাইটটিতে অ্যাকাউন্ট চালুর সময় ব্যবহারকারী যে ই-মেইল ঠিকানা দিয়েছিলেন, সেখানে নিজেদের সাইট যুক্ত করে দিয়েছে প্রতিষ্ঠানটি। অর্থাৎ ব্যবহারকারীদের দেওয়া মেইল ঠিকানার যে অংশে জিমেইল বা ইয়াহু ডটকম ছিল সেখানে এখন শোভা পাচ্ছে ফেইসবুক ডটকম। এটি তারা শুরু করেছে গত সোমবার থেকে। এ জন্য কোনো বার্তাও পাঠায়নি কাউকে। ফেইসবুক ব্যবহারকারীদের যোগাযোগ তথ্যে এবারই সবচেয়ে বড় পরিবর্তন করা হলো। তবে এপ্রিলে প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের ঠিকানা সংরক্ষণ পদ্ধতিতে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছিল।
নতুন এ পরিবর্তনের ফলে ফেইসবুক থেকেই অন্য ঠিকানায় ই-মেইল পাঠাতে পারবেন ব্যবহারকারীরা। জিলিয়ান জানিয়েছেন, ফেইসবুকে টাইমলাইন সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা তাঁদের প্রয়োজনীয় পোস্টগুলো নিয়ন্ত্রণের সুযোগ পাচ্ছেন। যাঁদের বিষয়টি মনঃপূত হয়নি তাঁরা এডিট অপশন ব্যবহার করে পছন্দ অনুযায়ী ই-মেইল ঠিকানা ব্যবহার করতে পারবেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

IP