image Click

বুধবার, ২৭ জুন, ২০১২

রবি নতুন ইন্টারনেট মোডেম ও প্যাকেজ এ যা আছে

 
কি আছে রবি মোডামে …….
• HSDPA/UMTS ২১০০ মে.হার্টজ্
• AG/GPRS/GSM ১৯০০১৮০০/৯০০
• HSDPA যাটা রেট ৩.৬ MBPS
• SMS ও ভয়েস সার্ভিস
• প্লাগ এ্যান্ড প্লে
• Windows 7/Vista/XP/2000 ও Mac তে সহযে ব্যবহার করা যাবে
• SIM লাগানোর যয়গা
এ বার দেখে কি আছে রবি প্যাকেজে………..
• একটি ইন্টারনেট মোডেম
• একটি প্রিপেইড সিম
• 1 জিবি ফ্রি (ড্যাটা)
• বান্ডলের সাথেই থাকছে ১ জিবি ড্যাটা (৩০ দিন মেয়াদের)
• প্রতিবার ১ জিবি কিনলে আরো ১ জিবি ফ্রি পাবেন।১ জিবির দামের ২ জিবি পাবেন।
• প্রতি ১ জিবি ড্যাটা প্যাকের মেয়াদ থাকবে ৩০ দিন।
• অন্য কোন পরিমাণ ড্যাটা কিনলে এই বোনাস পাবেন না।
• কেবল বান্ডল গ্রাহকদের জন্যেই এই অফার প্রযোজ্য থাকবে।
•অফারটি শুরু হলো ১৪ এপ্রিল ২০১১ তারিখ থেকে চলবে আগামী ৩ মাস
এ বার দেখুন কি ভাবে আফারটি চালু করবেন……..
• ১১১ ডায়াল করে কিংবা ভয়েস কল করে এই অফারটি চালু করতে পারবেন
• *৮৪৪৪*৮৫# ডায়াল করে ১ জিবি ভলিউম প্যাক কিনতে পারবেন।
• *২২২*৮১# ডায়াল করে আপনার ব্যালান্স জানতে পারেন।
রবি ইন্টারনেট মোডেম এখন মাত্র ১৫৫০ টাকায় ইন্টারনেট সিম সহ সকল রবি কেন্দ্রে পাওযা যাবে সকল রবি গ্রাহকসেবা কেন্দ্র থেকে এই সেবা গ্রহণ করতে পারবেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

IP