image Click

শুক্রবার, ২২ জুন, ২০১২

ল্যাপটপকে ভাল রাখার কিছু টিপস

 পরিস্কার রাখাঃ

আপনার প্রিয় ল্যাপটপ বা ডেস্কটপকে নিয়মিত পরিস্কার রাখুন। প্রয়োজনীয় ফাইল আলাদা স্টোরেজ ডিভাইস যেমন, এক্সটার্নাল হার্ড ডিস্ক বা পোর্টেবল ফ্ল্যাশ ড্রাইভে ব্যাক আপ রাখুন। আপনার ডেস্কটপ আইকন রেগুলার অর্গানাইজ করুন, অপ্রয়োজনীয় ফাইল ডিলেট করুন এবং অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইন্সটল করুন। এতে জায়গা বাঁচবে এবং গতিও বাড়বে। 

সঠিকভাবে পাওয়ার অফ করাঃ
ল্যাপটপ নিয়ে চলা ফেরা করার সময় সব ওপেন প্রোগ্রাম অফ করে রাখুন এবং মনিটর স্ক্রিন ভাজ করে রাখুন। এতে ল্যাপটপ নিরাপদ থাকবে। ঠান্ডা আবহাওয়াতে থাকলে ল্যাপটপকে গরম হতে সময় দিন।
  
ল্যাপটপ ব্যাগ ব্যবহারঃ
অন্যান্য লাগেজের সাথে ল্যাপটপ রাখকে অবশ্যই ব্যাগ ব্যবহার করবেন। 

পানি পড়লে দ্রুত ব্যবস্থাঃ
পানি কম্পিউটার এর বন্ধু নয়। যদি ল্যাপটপ পানিতে পড়ে বা পানি ল্যাপটপে পড়ে তাহলে সাথে সাথে ল্যাপটপের ব্যাটারি খুলে ফেলতে হবে। তারপর পানি মুছে চালের ব্যাগের মধ্যে ল্যাপটপ অনেকক্ষন রেখে দিন।

 আবহাওয়া পরিবর্তনের সাথে ব্যবস্থা নিনঃ
বেশি গরম পরিবেশ বা বেশি ঠান্ডা পরিবেশে ল্যাপটপকে রাখা যাবে না। এতে শুধু ব্যাটারিরই ক্ষতিই হবে না সাথে আপনার ল্যাপটপের অভ্যন্তরিণ অনেক সমস্যাও দেখা যাবে। হার্ড ড্রাইভের ক্ষতিও হতে পারে। যদি গাড়িতে ঠান্ডা তাপমাত্রা থাকে তাহলে তা গরম করুন যেমনটা জ্যাকেট বা সুয়েটার গরম করে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

IP