সঠিক তথ্য দিয়ে আপনার ফেক আইডিকে করুন আপনার নিজের আইডি। না’হলে আপনার সাধের হাজার হাজার বন্ধু সহ ফেক আইডি যে কোন মুহূর্তে বন্ধ করে দিতে পারে ফেইসবুক।
সম্প্রতি সারা বিশ্বে পরিচিত তারকাদের ফেইসবুক সহ সকল অ্যাকাউন্ট যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে ফেইসবুক।বিনোদন জগতের তারকাসহ এ তালিকায় রয়েছেন সাংবাদিক, খেলোয়াড় কিংবা অন্যান্য পেশার ব্যক্তিরাও।
তারকাদের প্রতি সারা বিশ্বের মানুষের আগ্রহ থাকায় অনেকে নিয়মিত তাঁদের অনুকরণ এবং অনুসরণ করে বলে প্রকৃত অ্যাকাউন্ট ব্যবহার নিশ্চিত করতেই এ উদ্যোগ নিয়েছে ফেইসবুক।
ফেইসবুকে তারকাদের নামে বেশকিছু ভুয়া অ্যাকাউন্ট তৈরি হওয়ায় অনেকেই প্রতারিত হয়ে থাকে। তারকাদের প্রকৃত অ্যাকাউন্ট নিশ্চিত করা হলে ফেইসবুকে তাঁদের প্রকৃত অ্যাকাউন্টই শুধু দেখতে পারবে অন্য ব্যক্তিরা।
এ প্রসঙ্গে ফেইসবুক জানিয়েছে, একজন তারকার অ্যাকাউন্ট সত্যিকার অর্থেই তিনি ব্যবহার করছেন কি না, তা যাচাইয়ের পর নিশ্চিত করা হবে। সরকারের দেওয়া পরিচয়পত্রের মাধ্যমে এসব লোকের প্রকৃত পরিচয় যাচাই করা হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন