image Click

মঙ্গলবার, ২৯ মে, ২০১২

আপনার Facebook অ্যাকাউন্ট এর সব কিছু এখন ব্যাকআপ রাখুন নিজের কম্পিউটার অথবা ই-মেইলে


 যে ভাবে ব্যাকআপ করবেন ডাউনলোড করার জন্য প্রথমে আপনার Facebook অ্যাকাউন্টে লগ-ইন করুন। এবার হোমপেইজের ওপর ডানপাশে
Accounts-এ ক্লিক করুন।

এখান থেকে Account Settings-এ ক্লিক করুন।
নতুন যে পেইজটি খুলবে তার একেবারে নিচে
Download your information নামে একটা ট্যাব পাবেন।

সেখানকার Lear more লেখার উপর ক্লিক করুন। এরপর Download বাটনে একটি ক্লিক করুন.
এবার ফেইসবুকে দেওয়া ই-মেইল অ্যাকাউন্টে আসা একটি মেইলে একটা লিংক পাবেন (মেইল পেতে কয়েক ঘণ্টা দেরি হতে পারে)। লিংকটিতে ক্লিক করুন। নতুন যে পেজটি খুলবে সেখানে আপনার ফেইসবুকের পাসওয়ার্ডটি লিখুন। এবার ডাউনলোডে ক্লিক করলে আপনার ফেইসবুকের তথ্যগুলো ডাউনলোড হওয়া শুরু করবে।
ব্যাকআপ ফাইল যেভাবে দেখবেন
ডাউনলোড হওয়া তথ্যের ফাইলটি জিপ ফাইল হিসেবে থাকবে। প্রথমে সেটি আনজিপ করুন। এবার যে ফাইলটি ওহফবী নামে পাবেন সেটি কোনো ওয়েব ব্রাউজার দিয়ে খুলুন (ওপেন উইথ থেকে ব্রাউজার নির্বাচন করতে হবে)। এবার ফাইলটির অফলাইনে তথ্যগুলো দেখতে পারবেন। অ্যালবাম ফোল্ডারে ছবিগুলো পাবেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

IP