৫/১২/২০১২
ল্যাপটপ-ব্যাটারীর চার্জিং দক্ষতা নিজের হাতে
১.উন্ডোজের সার্চ অপশনে গিয়ে লিখুন CMD , cmd শীর্ষক নামটি পেলে সেটিতে
ডান ক্লিক করে “Run As Administrator”-তে গিয়ে বাম ক্লিক করুন ।
২.CMD প্রোগ্রামটি Administrator হিসেবে চালানোর পর তাতে লিখুন powercfg -energy আর Enter বটনটি চাপুন ।
৩.ষাট সেকেন্ড পরে কম্পিউটারের হার্ডড্রাইভের windows/system32-তে Energy-report.html বলে যে ফাইলটি তৈরি হয়েছে সেটি খুলুন ।
৪.এরপর Browser-এ Scrolling-এর মাধ্যমে নিচের দিকে নামুন দেখুন একস্হানে
দেখতে পাবেন Battery:Battery Information তার নিচে লক্ষ্য করুন ।
৫.চার্জিং দক্ষতা নির্ণয়ের জন্য Last Full Charge-কে Design Capacity
দিয়ে ভাগ করুন আর প্রাপ্ত মানকে 100 দিয়ে গুন করুন তাহলেই শতকরা আকারে
ব্যাটারীর চার্জিং দক্ষতা পেয়ে যাবেন ।অর্থাত্ চিত্রানুযায়ি
45340/47520=0.9541*100=95.41%
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন