image Click

রবিবার, ৫ মে, ২০১৩

কম্পিউটার দ্রুত গতির করার কিছু টিপস


  **কিছু সময় পরপর Start থেকে Run-এ ক্লিক করে tree লিখে ok করুন। এতে র‌্যামের কার্যক্ষমতা বাড়ে।


**Ctrl + Alt + Delete চেপে বা টাস্কবারে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Task Manager খুলুন।তারপর Processes-এ ক্লিক করুন। অনেকগুলো প্রোগ্রাম-এর তালিকা দেখতে পাবেন। এর মধ্যে বর্তমানে যে প্রোগ্রামগুলো কাজে লাগছে না সেগুলো নির্বাচন করে End Process-এ ক্লিক করে বন্ধ করে দেন। যদি ভুল করে কোনো প্রোগ্রাম বন্ধ করে দেন এবং এতে যদি অপারেটিং সিস্টেম এর কোন সমস্যা হয় তাহলে কম্পিউটার রিস্টার্ট করুন।

**কম্পিউটারের র‌্যা ম কম থাকলে কম্পিউটার ধীর গতির হয়ে যায়। ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে কম্পিউটার গতি কিছুটা বাড়ানো যায়। ভার্চুয়াল মেমোরি বাড়ানোর জন্য প্রথমে My computer-এ মাউস রেখে ডান বাটনে ক্লিক করে properties-এ যান। এখন Advance-এ ক্লিক করে performance এর settings-এ ক্লিক করুন। আবার Advance-এ ক্লিক করুন। এখন change-এ ক্লিক করে নতুন উইন্ডো এলে সেটির Initial size ও Maximum size-এ আপনার ইচ্ছামত size লিখে set-এ ক্লিক করে ok দিয়ে বেরিয়ে আসুন। তবে Initial size-এ আপনার কম্পিউটারের র‌্যা মের size-এর দ্বিগুন এবং Maximum size-এ র‌্যা মের size-এর চারগুন দিলে ভাল হয়।

** কন্ট্রোল প্যানেলে যান। Add or Remove-এ দুই ক্লিক করুন। Add/Remove windows components-এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে সেটির বাম পাশ থেকে অদরকারি প্রোগ্রামগুলোর পাশের টিক চিহ্ন তুলে দিন। তারপর Accessories and Utilities নির্বাচন করে Details-এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে সেটি থেকে যে প্রোগ্রামগুলো আপনার কাজে লাগে না সেগুলোর টিক চিহ্ন তুলে দিয়ে OK করুন। এখন next-এ ক্লিক করুন। Successful meassage আসলে Finish-এ ক্লিক করুন।

কোন সফটওয়্যার ছাড়া Drive Hide করুন


১.প্রথমে windows key এবং r চাপুন বা run এ গিয়ে cmd লেখুন ।

২.এখন কাল রঙের এক্তা window আসবে ।

৩.  এখন লেখুন diskpart তারপর enter চাপুন

৪. তারপর list volume লিখুন এবং enter চাপুন । এখানে আপনার স ব ড্রাইভের লিস্ট আপনাকে দেখাবে ।

৫.এখন আপনি যদি volume D হাইড করতে চান তাহলে লিখুন select volume D। এর অর্থ হল আপনার volume D সিলেক্ট হইছে ।

৬. এখন লিখুন remove letter D । ব্যাস কাজ শেষ আপনি PC restart করুন। দেখেবন আপনার D drive টা নাই । এখন বলি কিভাবে আপনার D ড্রাইভ আবার পাবেন ।
এখন আবার ১,২,৩,৪,৫ পর্যন্ত শব পদক্ষেপ একই ভাবে করুন
। অর্থাৎ Click Start –> Run –> cmd –> Then type diskpart – list volume – select volume E।
তার পর লিখুন assign letter D

নিজেই তৈরি করুন ঘড়ি ও ক্যালকুলেটর

ঘড়ি:

প্রথমে Notepad খুলু
নিচের দেওয়া কোডটি কপি-পেস্ট করুন,
@echo off title DOS-Based Clock color 0a cls : CLOCK cls echo The current time is: %time% goto CLOCK (91)
এটা Save করুন clock.bat নাম দিয়ে।


ক্যালকুলেটর:

আবার একটু কষ্ট করে Notepad খুলুন।

@echo off title Batch Calculator by (your name) color 0c :top echo -------------------------------------- echo -Welcome to Batch Calculator by *(your name)!- echo -------------------------------------- echo Enter your operand echo. set /p sum= set /a ans=%sum% echo. echo = %ans% echo -------------------------------------------------------------- pause cls echo Previous Answer: %ans% goto top pause exit
এবার এটা save করুন calculator.bat নাম দিয়ে।

ওয়েবসাইটে পৃথিবীর সব Live Cricket ম্যাচ দেখুন

ক্রিকেট ম্যাচ শুরু হয় সাথে এই সাইট দুটিতেও সম্প্রচার শুরু করা হয়। আপনাকে কিছুই করতে হবেনা, শুধু ওয়েবসাইটে ঢুকলেই দেখতে পাবেন ওই ম্যাচটি
সম্প্রচার হচ্ছে। আর যদি একাধিক লাইভ ম্যাচ শুরু হয় তাহলে আপনি ওয়েবসাইটের শুরুতেই দেখতে পাবেন কোন ম্যাচটি কত নাম্বার চ্যানেলে দেখাচ্ছে।
আপনি শুধু ওই নাম্বারে ক্লিক করলেই কাঙ্ক্ষিত ম্যাচটি দেখতে পাবেন। চ্যানেল দুটির বিশেষ দিকটি হল ইহা অল্প নেট স্পীডেও চলতে থাকে।
নিচে চ্যানেল লিঙ্ক দেওয়া হল

সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১২

এবার নিজেই Autorun Virus ডিলিট করুন কোন Software ছাড়া



প্রথমে start menu থেকে all program এ যান। তারপর accessories এ গিয়ে Note pad ওপেন করুন। Notepad এ নিচের দেয়া লেখা গুলি হুবাহু copy করে paste করুন। Save As এ গিয়ে নাম দিন Alok.BAT
cd c:
cd \
del c:\"autorun.inf"/ah/s/q/f
del c:\"autorun.ini"/ah/s/q/f
del c:\"desktop.ini"/ah/s/q/f
del c:\"new folder.exe"/ah/s/q/f
del d:\"autorun.inf"/ah/s/q/f
del d:\"desktop.ini"/ah/s/q/f
del d:\"autorun.inf"/ah/s/q/f
del d:\"new folder.exe"/ah/s/q/f
del e:\"autorun.inf"/ah/s/q/f
del e:\"desktop.ini"/ah/s/q/f
del e:\"autorun.inf"/ah/s/q/f
del e:\"new folder.exe"/ah/s/q/f
del f:\"autorun.inf"/ah/s/q/f
del f:\"desktop.ini"/ah/s/q/f
del f:\"autorun.inf"/ah/s/q/f
del f:\"new folder.exe"/ah/s/q/f
del g:\"autorun.inf"/ah/s/q/f
del g:\"desktop.ini"/ah/s/q/f
del g:\"autorun.inf"/ah/s/q/f
del g:\"new folder.exe"/ah/s/q/f
Explorer c:
msg %username% "Thumbs Remover - by CSE Of Alok ,Mob-01710464226'

এবার just একবার double click করুন।Ok

মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১২

Facebook Account Delete


 ফেইসবুকের এ্যাকাউন্ট সেটিং থেকে Deactivate করা যায় কিন্তু স্থায়ী ভাবে ডিলিট করা যায় না। যদি কোন কারনে এ্যাকাউন্ট স্থায়ী ভাবে ডিলিট করতে হয় তবে এই লেখাটি আশা করি আপনার উপকারে দিবে। ভয় নেই কাজটি করার সাথে সাথে ডিলিট হবে না। আপনাকে আর ১৫দিন সময় দেওয়া হবে ভেবে দেখার যে আসলেই ডিলিট করবেন কিনা। এখন আপনি যদি ডিলিট করে চান তবে এই টিউনটি পড়ুন এবং যা করতে বলা হয় তাই করুন।
[ডিলিট করার আগে আরো একবার ভেবে দেখুন আসলেই ডিলিট করার প্রয়োজন আছে কিনা, যদি না ভাবতে পারেন তাও সমস্যা নাই, Submit  করার পর আরো ১৫দিন সময় পাবেন ভাবার ]
এজন্য আপনাকে যা করতে হবে তা হল যে ফেইসবুকে লগইন করার পর ব্রাউজারের এড্রেসবারে নিচের 
লিংকটি Click করুন

তার পর যা আপনার জন্য অপেক্ষা করবে তা হবে নিম্ন রূপ
Submit বাটনে ক্লিক করার পর আপনা ১৫ দিন অপেক্ষা করতে হবে ডিলেট হওয়ার জন্য। এই সময়ের মাঝে আপনি যদি লগইন করেন তবে এ্যাকাউন্ট ডিলিট হবে না।

রবিবার, ২৬ আগস্ট, ২০১২

এবার আপনার Facebook এর Password কেউ জানলে ও ডুকতে পারবে না।


তার জন্য প্রথমে আপনাকে ফেসবুকে লগইন করুন।
তারপর Account Setting এ যান।তার পর বাম দিকে
সিকিউরিটি লেখা আছে।সিকিউরিটি তে ক্লিক করুন।
লেখা আছে ক্লিক করুন।Login Approvals
ক্লিক করুন ।ফাকা ঘরে টিক চিহ্ন দিন।এবার আপনার
মোবাইল নাম্বার দিয়ে সেটিং করুন।
না বুঝলে ফেসবুকে কমেন্ট করুন।

বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১২

এবার কম্পিউটার Auto বন্ধ হবে

 তার জন্য প্রথমে আপনাকে একটা কাজ করতে হবে।
কাজটা হল প্রথমে আপনাকে রান কমান্ডে প্রবেশ করতে হবে,
এবার রান কমান্ডে নিচের কোড গুলি লিখুন।

shutdown.exe -s -t 300

এটার হিসাব হবে মিনিট এবং সেকেন্ড
মানি আমি এখানে ৩০০ দিয়েছি কারন হল ৫ মিনিটে হল
৩০০ সেকেন্ড। তাহলে দেখি আমরা কি ভাবে হিসাব করব
যেমন ৫ ইন্টু ৬০ = ৩০০।
তারপর এন্টার প্রেস করুন। হয়ে গেল।
ওয়েব ডিজাইনার:অলক শর্মা

মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১২

Computer Refresh করুন হাত ছাড়া


কম্পিউটারে কোন কাজ করার পর রিফ্রেস দেওয়াটা অনেকের কাছে রীতিমত অভ্যাসে পরিনত হয়ে গেছে। কারো কারো অভ্যাসটা এত বেশী হয়ে গেছে যে কারণে-অকারণেই অনেকে রিফ্রেস দেন icon smile Computer Refresh করুন হাতের ছোঁয়া ছাড়া । যাই হোক, আমি আজকে আপনাদের একটা ছোট টিপস শেখাব। টিপসটি হল কিভাবে সয়ংক্রিয়ভাবে রিফ্রেস করা যায়। এই কাজটি করার ফলে কম্পিউটার নিজে নিজেই রিফ্রেস করে নেবে। আপনাকে আর কষ্ট করে মাউস দিয়ে রিফ্রেস করতে হবে না। এজন্য আপনাকে যা করতে হবে:
Start Menu -> Run এ গিয়ে regedit লিখে ok করুন। Registry Editor চালু হবে। HKEY_LOCAL_MACHINE -> SYSTEM -> CurrentControlSet -> Control -> Update এ গিয়ে ডান পাশে লেখা দেখবেন UpdateMode। এটাতে ডাবল ক্লিক করে ডাটা 1 এর পরিবর্তে 0 করে দিন। কম্পিউটার রিস্টার্ট করুন।
এখন থেকে আপনার কম্পিউটার অটোমেটিক রিফ্রেস হবে।

কোন সফটওয়্যার ছাড়াই জানুন আপনার কম্পিউটারে অন্যকেউ কি করেছে


প্রথমে Start এ ক্লিক করুন। তারপর আবার Run এ ক্লিক করুন।এবার আসলে Open এর ঘরে recent লিখে কিবোর্ড থেকে এন্টার অথবা Ok ক্লিক করুন। আর দেখুন আপনার সামনে চার্ট হাজির এখন আপনি দেখতে পারবেন কে আপনার কম্পিউটারে কি দেখছে, কি করেছে।প্রথমে ডেক্সটপ থেকে My Computer  অপেন করুন। তারপর Ctrl+H (Ctrl+H মানে Ctrl  এ চাপ দিয়ে ধরে রেখে H ) চাপুন।) আর মজা দেখুন আপনার ডান সাইডে সব হিষ্টরি হাজির এখন আপনি যে দিন/সপ্তাহ/মাস এর হিষ্টরি   দেখতে চান সেখানে ক্লিক করলেই সব দেখতে পারবেন।

IP